
স্টাফ রিপোর্টারঃ
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্নজয়ান্তী ও পুনর্মিলনী উৎসব গতকাল শুক্রবার সকাল ১০টায় কলেজ মাঠে বর্নাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড দিপু মনি এমপি সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব পঞ্চানন বিশ্বাস এমপি, হুইপ মহান জাতীয় সংসদ । এ্যড গ্লোরিয়া ঝর্না, মহিলা সংরক্ষিত আসন ৩০ । প্রফেসার ড মোঃ মশিউর রহমান, ভাইচ চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় । জনাব শেখ হারুনুর রশিদ, চেয়ারম্যান, জেলা পরিষদ,খুলনা ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি তার আলোচনার মাধ্যমে বলেন- ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার এই বাংলাদেশ আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে ।প্রধানমন্ত্রীর হাতকে প্রশস্থ করতে হলে আমরা সবাই কাধে কাধ মিলে কাজ করবো প্রধানমন্ত্রীর সাথে । বিশেষ অতিথির বক্তৃতায় মহান জাতীয় সংসদের হুইপ জনাব পঞ্চানন বিশ্বাস এমপি বলেন স্বাধীনতার পরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শন ছিল প্রখর, তার দূরদর্শিতার কারণে আজকের বাংলাদেশের শিক্ষার হার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ,তার ওই ধারাবাহিকতায় আজকে সুরেন্দ্রনাথ কলেজের পুনর্মিলনীতে সবাই একত্রিত হতে পেরেছি ।এই পুনর্মিলনীর মাধ্যমে কলেজের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে মনের এবং ভ্রাতৃত্বের বন্ধন হয় অটুট । শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাওয়া এই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে ।পরবর্তীতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে সুরেন্দ্রনাথ কলেজের সুবর্নজয়ান্তী শুভ উদ্বোধন ঘোষণা করেন । উক্ত অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ এবং এলাকার গন্য মান্য বেক্তিবর্গ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার গণ্যমান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.