
ইমন ছিদ্দিকী, নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার (১৩ ই জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় কাঁঠালিয়া খড়িয়া বাজারের বনিক সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম সম্পূর্ণ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় জনাব মোঃ মোমেন মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় জনাব মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া কে।


নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নতুন কমিটিতে থাকা সকল কার্যকরী সদস্যদের পক্ষ থেকে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী লে. কর্নেল ( অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক কে- প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সেই সাথে খড়িয়া বাজারের সকল ব্যবসায়ী ও ঘর মালিক ভাইদের কেও শুভেচ্ছা জানিয়েছেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজারের সকল ব্যবসায়ী ও ঘর মালিকদের কে উদ্দেশ্য করে বলেন আমরা খড়িয়া বাজারের সকল উন্নয়ন মূলক কার্যক্রম ও বাজার কে একটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন বাজার করার লক্ষ্য ও আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একটি আদর্শ বাজার ঘরে তুলবো ইনশাআল্লাহ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.