
নিউজ ডেস্ক :
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৪ জন।
শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালায় রাশিয়া। খবর রয়টার্সের।
এদিন দেশটির নিপ্রো নগরীতে একটি ৯তলা ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ জন নিহত হয় বলে জানিয়েছে ওই অঞ্চলের গভর্নর।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো জানান, নিপ্রোর ওই ভবনটি থেকে ৩৭ জন আটকেপড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তীব্র শীত উপেক্ষা করেই রাতের বেলায় ইউক্রেনের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এদিকে মাইকোলাইভ, পশ্চিমের নগরী লভিভ এবং কৃষ্ণ সাগরের তীরের বন্দর নগরী ওদেসা কর্তৃপক্ষ জানান, তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।ইউক্রেনের মধ্যাঞ্চলেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। কিয়েভ উপকণ্ঠে কয়েকটি বাড়িঘর ধ্বংস হওয়ার খবর দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.