ওমর ফারুক


ষ্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে বিশ্ব ইজতেমা সম্পর্কে বিরূপ মন্তব্য করার অপরাধে ফাইজুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার আমান টেক্সটাইল মিলস লিমিটেডের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফাইজুল ইসলাম ওরফে গাড় বেকা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গ্রেপ্তারকৃত ফাইজুল ইসলাম তার Md Faizul Islam নামীয় ফেসবুক আইডি থেকে বিশ্ব ইজতেমাকে অবমাননা করে আপত্তিকর পোস্ট দেয়। তার দেওয়া পোস্টটি শনিবার দিনবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই আপত্তিকর পোস্টের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে।

এলাকার ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় উপজেলার কায়েতপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. হাসিবুল হাসান বাদী হয়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ওই যুবককে গ্রেপ্তার অভিযানে নামে পুলিশ। অভিযোগের প্রায় সাড়ে তিন ঘণ্টার মধ্যেই শ্রীপুর থানার পুলিশ ওই যুবকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযুক্ত যুবককে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।