সম্পাদক

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায় অনাবৃষ্টি ও ব্যাপকহারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদী হতে পানি না উঠার কারনে ২শ একর জমির বোরো মৌসুমের চাষাবাদ ব্যাহতের আশংকা প্রকাশ করেন স্থানীয়রা।

দেখা যায়, কালিরছড়া পুর্বের বিল,ভুতিয়ার বিল এবং পশ্চিমের বিল এখনো পানিহীন অবস্থায় পড়ে রয়েছে। চাষাবাদের কোন লক্ষন দেখা যাচ্ছেনা। বাঁধের পানি উঠতে এখনো জমির লেভেল থেকে তিন ফিট নীচে। ধানের চারার বয়স একমাস পেরিয়ে গেছে। স্থানীয় অসহায় কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ।

স্থানীয় মেম্বারের মতে, বৃষ্টি কম ও উজানে ডজনাধিকটির মত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদী হতে পানি না উঠার কারনে এ অচলাবস্থার সৃষ্টি হয়। তবে ডিপ টিউবয়েল দিয়ে চাষাবাদ করার সক্ষমতা রয়েছে।

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির মতে, পানির মেশিন ও ডিপ টিউবয়েল দিয়ে চাষাবাদ তবে সেটা সাময়িক সমাধান। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কালিরছড়া নদীতে একটি রাবার ড্যাম স্থাপন করা অতীব জরুরী।

স্থানীয় কৃষি কর্মকর্তার মতে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে কোন জমি অনাবাদি না থাকে। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে একটা দীর্ঘস্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করা হচ্ছে।