
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ শফিউল আলম রাজু (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, শুক্রবার রাত্রি ১১টার দিকে উপজেলার জামুন্না গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রাজু উপজেলার আড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তছলিম উদ্দিনের ছেলে। তাকে গাঁজার গাছসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে আজ শনিবার ১৪জানুয়ারী দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.