ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের মা রিজিয়া বেগমের (৮৫) রুহের মাগেফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বাদ আসর বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুলখানির এ দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী, ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন, উজিরপুর থানার ওসি কামরুল হাসান, ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন (সানা), সহসভাপতি আকতার হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডু, অধ্যাপক জাকির হোসেন ও অধ্যাপক আশরাফুল হাসান (সুমন), সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুণ্ডু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সিদ্দিকুর রহমান, সৈয়দ মজিবুল ইসলাম (টুকু), শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা ও সাইফুল ইসলাম শান্ত [সান্ত], সাবেক চেয়ারম্যান আ. মন্নান মৃধা, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহসভাপতি কাওসার হোসেন ও কেএম সফিকুল আলম (জুয়েল), সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উজিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ. রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুনতাকীম লস্কর (কায়েস), যুবলীগ নেতা মহসিন রেজা, সুমম রায় সুমন, তপু খান, মশিউর রহমান (সুমন), প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ) ও ফয়েজ আহম্মেদ শাওন, সহসম্পাদক নাহিদ সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল), সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর শনিবার ভোর সাড়ে ৪টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি শাহে আলমের মা রিজিয়া বেগম (৮৫) ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

