
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
দ্বিতীয় ধাপে সারাদেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের ন্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদের অভ্যন্তরে উদ্বোধন হলো ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য তৈরী দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষক নিদর্শন ও আধুনিক উন্নত সুযোগ-সুবিধাসম্বলিত মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র।
সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র "স্থাপন শীর্ষক প্রকল্পের" আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ধাপে সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। মডেল মসজিদটিতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ নাগরিকদের জন্য রয়েছে ১৩ ধরনের সুবিধা। নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লীদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা কেন্দ্র, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশী-বিদেশী পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ্ব যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ, ইমাম ও মোয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসের ব্যবস্থা রয়েছে এই মডেল মসজিদটিতে।
এতে রয়েছে একসঙ্গে ৯শত মুসল্লীর নামাজ আদায়ের ব্যবস্থা। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করেছে নরসিংদী গণপূর্ত বিভাগ । যা ধর্মীয় ইবাদত ও শিক্ষার অনুশীলনের আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের একটি প্রকল্প। ভার্চুয়ালি এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী পৌরসভার মেয়র মোঃ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ বিভিন্ন উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান তারা প্রমূখ। এসময় আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন মসজিদের ইমামগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.