সম্পাদক
স্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির,বিএনপি নেতা বশিরুল কবির,উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রাশেদা খানম মঞ্জু,মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা,উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা বলেন,ক্ষমতাসীন অবৈধ সরকারের পদত্যাগের দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পক্ষে ১০ দফা দাবি আদায়ে যুগপৎভাবে আমরা রাজপথে নেমেছি। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবনযাপনে নাভিশ্বাস হয়ে উঠেছে। এই সরকার দেশ চালাতে ব্যর্থ। দ্রুত এই সরকারের পতন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তারা।

