
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের জেলা শাখার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী(২০২৩) পালিত হয়েছে।
১৬ জানুয়ারি,২০২৩ইং বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন সংলগ্ন সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বার্ণহার্ডট্ ইনক্লুসিভ বিদ্যালয় হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক(অবঃ) আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক (অবঃ) নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও অনুষ্ঠানের সফলতা কামনা করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি।পরে আমন্ত্রিত বিভিন্ন অতিথি সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা বক্তব্য রাখেন এবং বক্তারা তাদের বক্তব্যে বাংলা সাহিত্য ও বাংলা সংস্কৃতির নানা বিষয় তুলে ধরেন।
সংগঠনের সভাপতি স্বপ্না জামানের সভাপতিত্বে এসময়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান,বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী দিলীপ মুখোপাধ্যায় (ভারত), কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক তানভীর ফারহানা ওয়াদ্দেদ তুনা, সহকারি অর্থ সম্পাদক মোস্তফা মুনতাজ, শিলিগুড়ি ভারতের ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কণিকা দাস প্রমূখ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিশেষ ব্যাক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান করা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.