সম্পাদক
স্টাফ রিপোর্টার:
আজ ১৭ জানুয়ারী-২০২৩ ভূরুঙ্গামারী উপজেলার সাদ্দাম মোড়ের তুলার দোকানে দুপুর ১:৩০মিনিটে (আনুমানিক) সাদ্দাম মোড়ের হাবিবুল্লাহ বেডিং এন্ড গ্যালারী হাউজে (তুলার দোকান) আগুন লাগে।
স্থানীয় মানুষদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে। এমতাবস্থায় স্থানীয় জনতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভূরুঙ্গামারীতে ফায়ার সার্ভিস ইউনিট করার জোর দাবী জানান।
আগুনে তুলার দোকানের সমস্ত তুলা পুড়ে যায় এবং পাশের মাইদুলের লেদের দোকানের একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
আগুন লাগার কারণ নিউজ করা পর্যন্ত জানা যায়নি তবে স্থানীয়দের ধারণা বিদ্যুৎ এর সট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

