
স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা১৭.০১.২০২৩ ইং তারিখে ভাঙ্গা বাজারে একটি চাইনিজ রেস্টুরেন্ট এর হলরুমে আনন্দঘন পরিবেশে 'ভাঙ্গা উপজেলা সাংবাদিক ঐক্যজোট' এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বেশ কয়েক দিন ধরে বার বার আলোচনা শেষে গতকাল ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলির সদস্যের মাধ্যমে 'ভাঙ্গা উপজেলা সাংবাদিক ঐক্যজোট' এর কমিটির পূর্ণাঙ্গ রূপ পায়। উপদেষ্টা মন্ডলীরা হলেন (১).মোঃ মিজানুর রহমান মুন্সি (২)মিয়ান আলমগীর (৩.)ওবায়দুর রহমান( ৪).ছানোয়ার হোসেম( ৫)আলম মুন্সি।
সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লা (ফালগুনি টিভি-ভাঙ্গা উপজেলার প্রতিনিধি) সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মুন্সি (বঙ্গ টিভি-নিজস্ব প্রতিনিধ,দৈনিক কালের সমাজ-ফরিদপুর জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ সারাবেলা-ভাঙ্গা উপজেলা প্রতিনিধি) সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম মুন্সি সহ অন্যরা হলেন, সিঃ সহ-সভাপতি মোঃমহিউল আলম,সহ-সভাপতি ,মোঃরিপন শেখ, দৈনিক দেশসেবা পএিকা ভাঙ্গা সংবাদদাতা,
সহ-সভাপতি মোঃরনি মিয়া, সহ-সভাপতি ডাঃসুমন মোল্লা, যুগ্ন- সাধারন সম্পাদক মোঃসোহেল বারী,সহ-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া খান,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃপারভেজ সভোন, প্রচার সম্পাদক মোঃসুমন মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক সানজিদ ফেরদৌস নিসু, দপ্তর সম্পাদক মোঃরনি মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃআকতারুজ্জামান আকতার, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জামাল হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ জয় হাসান।
নবগঠিত কমিটি প্রত্যাশা করেন সাংবাদিক হলো সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন অন্যায় অনিয়ম-দুর্নীতিসহ ঘিন্নিঅপরাধ নির্বিক চিত্তে কলমের মাধ্যমে প্রকাশ করবে এবং নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত কমিটি সুখে-দুঃখে এক সাথে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.