ওমর ফারুক


স্টাফ রিপোর্টার:

মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রীজ নামক স্থানে ঢাকা বরিশাল মাহা সড়কের দক্ষিন পাশে জেলা পরিষদের অর্থায়নে পাবলিক যাত্রী-ছাউনির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ।

আজ (১৮ই জানুয়ারী) ২০২৩ ইং তারিখ বুধবার সকাল ১০ ঘটিকার সময় মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে পালিক যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করা হয়।
এসময় জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশীদ জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধিকে জানান,জেলা পরিষদের অর্থায়নে এই যাত্রী ছাউনীটি নির্মাণ করার মূল উদ্দেশ্য পথচারী ও সাধারন যাত্রীদের রাস্তায় চলাচলের সময় রোদ বৃষ্টির কারণে সমসা ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়,তাই পথচারীদের রোদ বৃষ্টির সময়ে আশ্রয় নেওয়ার জন্য যাত্রী ছাউনিটা করা বিশেষ প্রয়োজন ছিলো,তাই আজকে এই যাত্রীছাউনির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

এই যাত্রী-ছাউনি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য তোতা মৃধা,ডাসার উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত হোসেন খান, গোপালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও গোপালপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ রেজাউল খন্দকার,ডাসার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক শ্রাবন খান সজীব,ডাসার উপজেলা আওয়ামী মৎস্যজিবী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহাগ মোল্লা, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর আকন, যুবলীগ নেতা ইকবাল মল্লিক সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।