ওমর ফারুক


স্টাফ রিপোর্টারঃ

তথ্য গোপন করে আরব আমিরাতের দুবাইয়ে মা‌নি লন্ডা‌রিংয়ের মাধ্যমে ৪৫৯ বাংলাদেশির বিরু‌দ্ধে সম্পদ কেনার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ অনুসন্ধানে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উচ্চ আদালত দুর্নী‌তি দমন কমিশন‌কে তদন্ত করার নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন এবং দুদকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ টিম গঠন করা হবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি ) ২০২৩ই তারিখ এই বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক তিনি বলেন, দেশ থেকে অর্থপাচার হয়ে থাকলে আমরা কাউকে ছাড় দেব না। হাইকোর্ট আমাদের তদন্ত করতে একটি নির্দেশনা দিয়েছে বলে জানতে পেরেছি, আদেশটা এখনো আমরা হাতে পাইনি। আদেশের কপি পেলেই আমরা অবশ্যই আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কাজ শুরু করা হবে। তার জন্য একটি টিম গঠন করা হবে।

এমন বিষয় দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৩০ দিনের মধ্যে তদন্ত করে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি’ শিরোনামে গত মঙ্গলবার (১০ জানুয়ারি ) ২০২৩ ই তারিখে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস গত বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি ) ২০২৩ ই তারিখে হাইকোর্ট একটি রিট করেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে-গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে।