ওমর ফারুক


আফরোজা নাসরীনঃ

জীবনানন্দ দাশের বহু কবিতায় উঠে আসা সবুজ ঘাসের প্রান্তর আজ, এই ঘনকুয়াশার শিশির বিন্দুতে ভিজেছে।


কবির কামরাঙা রঙের লাল আকাশ আজ কেশবতী কন্যার কালো চুলের মত কালো রঙে ছেয়ে আছে।


শীত পড়ছে এ পাড়ায় ও পাড়ায়
সূর্যের দেখা সকলে না পায়
তবু মন হারায় শীতের পশমি শালে কিংবা পোশাকে।


তবুও শীতকাল কেন জানি বড় ভালোবাসি
নিষ্ঠুর মানুষের মত প্রকৃতিও নিষ্ঠুর হয় ,
হাড়কাপুনি শীতে কাঁপে, কাঁদে সকলে,
কিন্তু,,,,,


পাতা ঝরা কান্নার শব্দে প্রকৃতি কেঁদে ওঠেনা।
সময় দায়িত্ববোধকে জাগিয়ে তোলে
ছুটে চলা সকাল থেকে পাখিদের নীড়ে ফেরা অব্দি
মন কাঁদুক,, বন কাঁদুক বা ঝরা পাতার গাছটি কাঁদুক!


একটাই লক্ষ্য ছুটে যেতে হবে,,,,,,, বহুদূর,,,
যেমনটা ছুটে গেছে বল্লাল সেনের ঘোরা,,,,
বটের লাল লাল ফল,,, নাটা ফল, বেতফল,
সব পড়ে রয়ে গেছে জীবনানন্দ দাশের কিশোরীর পায়ে মাড়ানো হলুদ ঘাসের প’রে।