
নিজস্ব প্রতিবেদকঃ
সুন্দরবন থেকে হরিণের মাংসসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর শুটকি পল্লী সংলগ্ন নাড়িকেলবাড়িয়ার চর থেকে এই জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে সাড়ে চার কেজি হরিণের মাংস উদ্ধার করে বনরক্ষীরা।
আটককৃতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাঠি গ্রামের আহসান আলী খানের পুত্র সাফায়েত খান, হরিঢালি গ্রামের জরিব গাজীর পুত্র হোসেন আলী গাজী, কড়ইখালী গ্রামের আঃ গফুর গাজীর পুত্র রনোকুল গাজী, নোয়াকাঠি গ্রামের সোহরাব গোলদারের পুত্র খলিলুর রহমান। আটক জেলেরা দুবলার চরে শুটকী আহরণ কাজে নিয়োজিত ছিলেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন বলেন, আটক জেলেরা বৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল। তারা শুটকি আহরণে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অসাধু জেলেদের আটক করা হয়। বুধবার (১৮ জানুয়ারি) সকালে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই কর্মকর্তা
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.