
স্টাফ রিপোর্টার:
শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়াল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি। শুক্রবার দুপুরে সাদ্দাম আকুঞ্জির ব্যাক্তিগত অর্থায়নে পৌর শহরের বিরিশিরি এলাকায় তার নিজ বাসভবনে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ১২০০ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাদ্দাম আকঞ্জির মাতা আনোয়ারা বেগম, আইনজিবি আল মামুন আকন্দ, সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।
এই বিষয়ে,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি প্রতিনিধিকে জানান, প্রতি বছরই শীতে আমার নেতা স্থানীয় সাংসদ জননেতা মানু মজুমদারের নির্দেশনায় আমি আমার ব্যাক্তিগত অর্থায়নে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করে থাকি। তিনি আরও বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন।সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.