
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে বিজয় আনন্দ মেলার লটারীর টিকিট বিক্রি করায় ৬জনকে আটক করেছে জরিমানা করেছে মোবাইল কোর্ট। এসময় টিকিট ও বক্স জব্দ করেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল শহরের মধ্যে লটারীর টিকিট বিক্রি করাকালে বরগুনা জেলার মৃত মোঃ আব্দুল গনির ছেলে মোঃ রিয়াজ (৩৪) কে টিকিট ও বক্স সহ আটক করে। পরে ১৮৬০ এর ১৮৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়। এ সময় লটারি বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।
অপরদিকে, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান অভিযান চালিয়ে মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামের মোহাসিন মোল্যার ছেলে আলামিন হোসেন, সাইফুল খন্দকারের ছেলে হৃদয় খন্দকার, ইছাকাদা গ্রামের ইমান মোল্যার ছেলে নাজমুল মোল্যা, মোহাম্মদপুর উপজেলার চালিনিয়া গ্রামের আকিদুল শেখের ছেলে শাহিন শেখ, শালিকা থানার কর্ণেশ্বরগাছি গ্রামের দবির মোল্যার ছেলে মনিরুল ইসলাম ও চালিনিয়া গ্রামের তোতা মৃধার ছেলে তুফান মৃধাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে লটারীর টিকিট ও বক্স জব্দ করে। পরে প্রত্যেককে ৫শত টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, অবৈধ ভাবে লটারীর টিকিট বিক্রি করায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.