
নিউজ ডেস্ক :
শাহজাদপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
আজ ২০/০১/২০২৩ খ্রী শুক্রবার সকালে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ও মাননীয় এমপি মহোদয়ের ব্যাক্তিগত উপহার ঋষী ও বাগদীদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম,শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম কবির, সদস্য মোঃ শামসুল আলম, শাহজাদপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মো:শরিফুল ইসলাম (মনি), সাধারণ সম্পাদক মো:জসীম উদ্দিন (জসীম) শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির (প্রতীক) সহ আরো অনেকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.