সম্পাদক
স্টাফ রিপোর্টার:
আজ ২১ই জানুয়ারি ২০২৩ রোজ শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামাায়াতের সন্ত্রাস,জঙ্গিবাদ,নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী সন্ত্রাসের প্রতিবাদে এই কর্মী সভা আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়া লীগের সভাপতি এ্যাড একেএম আজিজুর হকের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সদস্য এ. এম. নাঈমুর রহমান দুর্জয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড গোলাম মহীউদ্দিন,জেলাআওয়ালীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিটু, উপজেলা পরিষদের চেয়াম্যান চেয়ারম্যান ও কেন্দ্রয়ী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম রাজা।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এ্যাড আবুল কাসেম, জেলা সেচ্ছাবেক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শওকত আলী খান, চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মহিদুর রহমান মুক্তা, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, কৃষক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান টিটু, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইন্জিনিয়ার নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান সহ জেলা উপজেলার অসংখ্য নেতাকর্মী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল কদ্দুস। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি দুর্জয় বলেন শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকমীদের প্রতি আহবান জানান।

