
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫ যুগলের যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (২১ জানুয়ারি) বাদ আসর মূল মঞ্চের পাশে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইজতেমায় তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বাদ আসর বয়ান শুরু করেন। বয়ান শেষে মাওলানা ইলিয়াস বিয়ে পড়ানোর কথা ছিল। বয়ান শেষ করে বিয়ের খুৎবা শুরুর আগ মুহূর্তে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী উপস্থিত হলে ছোট ভাই মাওলানা ইলিয়াস তাকে বিয়ে পড়ানোর অনুরোধ জানান। ছোট ভাই মাওলানা ইলিয়াসের অনুরোধে বড় ভাই মাওলানা ইউসুফ কান্ধলভী বিয়ে পড়ান। এদিকে জিকির, তালিম ও বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। তাবলিগের লাখো মুসল্লির সঙ্গে বিভিন্ন দেশের মুসল্লিরাও যোগ দিয়েছেন। শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দ্বিতীয় পর্বের এই ইজতেমায় এখন পর্যন্ত পাঁচজন মুসল্লি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। আগামীকাল রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের ইজতেমার এই পর্ব শেষ হবে।
২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা মহামারির কারণে গত দুই বছর ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি। এবার গত ১৩ জানুয়ারি প্রথম পর্ব শুরু হয়ে চলে ১৫ জানুয়ারি পর্যন্ত। বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্ব।
২০১৮ সালে মাওলানা সাদকে নিয়ে তাবলিগ জামাতে বিভক্তি দেখা দেয়। ফলে ইজতেমা দুই পর্বে হলেও দুই অংশ দুইবারে অংশ নিচ্ছে। প্রথম পর্বে মাওলানা সাদের বিরোধী পক্ষ এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নিচ্ছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.