
স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফে শিশু সুরক্ষায় শিশুর সাথে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করনে রোহিঙ্গা ক্যাম্পে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এফআইভিডিবির আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গতকাল ক্যাম্প ২৪ এর সিআইসি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্প-ইন-চার্জ মোঃ নজরুল ইসলাম।
কর্মশালায় শিশু সুরক্ষায় যোগাযোগের মাধ্যমসহ সামগ্রিক উন্নয়ন নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।
সিবিসিপি অফিসার শরিফা খানমের সঞ্চালিত এই কর্মশালায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এএইচপি প্রকল্পের চাইল্ড প্রটেকশান স্পেশালিষ্ট আতিকুর রেজা, এফআইভিডিবির টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান এবং কেইস ম্যানেজমেন্ট অফিসার চন্দনা রায়।
এছাড়া উপস্থিত ছিলেন ক্যাম্পে কর্মরত এনজিও এপিবিএন সদস্য, এবং সিবিসিপি কমিটির সদস্যদেরা উপস্থিতিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.