
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের সর্ববৃহৎ ফসল রক্ষা বাঁধ, (পাঁচ নাইল্লা)'র নির্মাণ কাজ পরিদর্শন করেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ।
আজ শনিবার (২১ই জানুয়ারি) সকাল ১১টার সময় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের মধ্যে স্থলে, বিগত বন্যায় সৃষ্ট ভাঙ্গনে বৃহৎ আকার ধারণ করে,
ঝুঁকি পূর্ণ বাঁধে পরিনত হয়েছে, মাটিয়ান হাওরের (পাঁচ নাইল্লা)র বাঁধ। এই ফসল রক্ষা বাধেঁ বাশেঁর প্যারাসাইডিংয়ের কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজামান(রনি) পানি উন্নয়ন বোর্ডের উপজেলার উপ- প্রকৌশলী শওকত উজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সানজব উস্তারসহ গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.