
নিউজ ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার হুন্দাই করপোরেশন ও বাংলাদেশের ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজির যৌথ উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে হুন্দাই গাড়ির উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভবে হুন্দাই গাড়ির কারখানা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশে নিকট ভবিষ্যতে রিকন্ডিশন্ড (ব্যবহৃত) গাড়ির ওপর নির্ভরতা কমে দেশীয় কারখানায় তৈরি নতুন গাড়ির বাজার সম্প্রসারিত হবে। শুধু তাই নয়, বাংলাদেশে তৈরি গাড়ি রপ্তানিও হতে পারে।
এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, আগামী ২০৪১ সাল নাগাদ দেশের প্রতিটি পরিবারে অন্তত একটি করে গাড়ি থাকবে-এটা আমাদের স্বপ্ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী, হুন্দাই মোটর ইন্ডিয়ার এমডি উনসো কিম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহাবুব, ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মুতাসসিম দায়ান প্রমুখ।
হুন্দাই গাড়ির কারখানাটিতে প্রায় ৩০০ কর্মীর কর্মসংস্থান হয়েছে। এতে বছরে হুন্দাইয়ের এসইউভি ক্রেটা মডেলের তিন হাজার গাড়ি তৈরি হবে। কিছুদিনের মধ্যেই ১৫০০ সিসির গাড়িটি বাজারে আনা হবে। তবে দাম এখনো ঘোষণা করা হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.