
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুরে ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থ্যা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত দুঃস্থ, অসহায় ও দরিদ্র জনসাধারণ-এর মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে দত্তেরগাঁও গ্ৰামে ফিরোজা আরিফ ফাউন্ডেশনের আয়োজনে ও ফাতেমা টেক্সটাইলের সহযোগিতায় ১৫০ জন দুঃস্থ, অসহায় ও দরিদ্র জনসাধারণ-এর মাঝে তীব্র শীতে উষ্ণ প্রশান্তি দিতে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন ও দুইজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান এবং দুই জন বৃদ্ধ নারীকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনেওয়াজ দিলরুবা খান।
ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থ্যা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ শরীফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জয়নাল আবেদীন ও রুবেল হোসেন প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.