সম্পাদক

স্টাফ রিপোর্টার:

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সাবেক সদস্য এবং বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়নসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ইয়াসের খান চৌধুরী পিতা আনোয়ারুল হোসেন খাঁন চৌধুরী জানাযা সম্পন্ন হয়েছে।


গত শনিবার (২১ জানুয়ারি) সকাল ৯ টায় ঢাকা আজাদ মসজিদে, বিকাল ৩ টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকাল ৪.৫৫ মিনিটে মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই জানাযার নামায অনুষ্ঠিত হয়। চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ও মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ মাঠে জানাযা নামাযে মরহুমের স্মৃতি চারণ করেন – বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ্ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ্ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর লিটন, নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মরহুমের পুত্র বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ইয়াসের খান চৌধুরী, ভাতিজা নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নাসের খান চৌধুরী।

ঈশ্বরগঞ্জের সাবেক এমপি শাহ্ নুরুল কবির শাহীন, ফুলপুরের সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, গৌরীপুরের সাবেক এমপি আবুল বাশার আকন্দ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফখর উদ্দিন বাচ্চু, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদির, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক নোমানী সহ প্রমুখ।


জানাযা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ্ প্রিন্স সহ ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলার নেতৃবৃন্দ। গত শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরী ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে আনওয়ারুল হোসেন খাঁন চৌধুরীর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যু কালে এক পুত্র ইয়াসের খাঁন চৌধুরী ও এক কন্য সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।