সম্পাদক
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ড সদস্য মো. ফিরোজ আহমেদ রুনু মেম্বার (৪৩) হেরোইন গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইউপি সদস্য রুনু মেম্বার, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালী এলাকার মৃত আবুল কালাম মোল্লার (কালাম সাহেব) ছেলে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার পশ্চিম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মাদক ব্যবসায়ী রুনু মেম্বারকে দুই গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী রুনু মেম্বারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

