
স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ আমতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ২০মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দেড়টার সময় সদর উপজেলার আমতলী নামক স্থানে পৌঁছালে লোকাল সড়ক মহেশালীর দিক থেকে আসা একটি ট্রাকে সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক গুরুতর আহত হন। আহত ড্রাইভার সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের সোলেমান আলীর ছেলে সোহেল রানা(৪৫)। পরে চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.