
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো. নূর উদ্দিন মিয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে ডাক ঢোল বাজিয়ে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মোটরচালক লীগের সভাপতি ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন (রেজিঃ নং-বি ১৬৬৫) শিমরাইল শাখার সভাপতি আলহাজ্ব মো. নুরুজ্জামান জজ।
রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা শেষে কাউন্সিলর আলহাজ্ব মো. নূর উদ্দিন মিয়াসহ সকলের জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন নুরুজ্জামান জজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান (পিক-আপ) মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক আরজু দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন, সমাজ কল্যান সম্পাদক মো. সেলিম, কার্যকরি সদস্য মো. লিটন, মোস্তফা, হাজ্বী রিপন, অলি উল্লাহ, সাজ্জাদ, আকবর, বিল্লাল, সিদ্দিক, আলমগির, হাসান‘সহ আরো অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডে বিপুল বোর্ডে নির্বাচিত হন আলহাজ্ব মো. নূর উদ্দিন মিয়া।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.