সম্পাদক
নিউজ ডেস্ক :
ক্যালিফোর্নিয়ায় চীনাদের লুনার নিউ ইয়ারের অনুষ্ঠানে ১০ জনকে মারার পর সন্ত্রাসী আত্মঘাতী হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সন্ত্রাসী একটি সাদা ভ্যানে করে এসেছিল। তার সেই সাদা ভ্যানটি পরে পুলিশ চিহ্নিত করে এবং ঘিরে ধরে। পুলিশ তারপর ভ্যানের ভিতর থেকে আসা একটি গুলির আওয়াজ শুনতে পায়। ৯০ মিনিট পর পুলিশ সেই ভ্যানে ঢোকে এবং দেখে ৭২ বছর বয়সি অভিযুক্ত হু ক্যান ত্রান মৃত।
মনটেরি পার্কে হামলা চালাবার পর আততায়ী কাছেই আলহামব্রাতে আরেকটি নাচের উৎসবে যায়। সেখানে সে গুলি চালাতে চেয়েছিল। কিন্তু সেখানে কিছু মানুষ তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার পর হু পালায়।
হু কেন এইভাবে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করেছে তা পুলিশ এখনো বলতে পারছে না। গোয়েন্দারা তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।
লস অ্যাঞ্জেলসের শহরতলির এলাকা মনটেরি পার্কে প্রচুর চীনা থাকেন। লুনার নিউইয়ার উপলক্ষে প্রায় দশ হাজার চীনা মনটেরি পার্কে নাচের উৎসবে যোগ দিয়েছিলেন। সেখানেই আক্রমণ চালায় হু। তার ভ্যান থেকে বেশ কয়েকটি আধা স্বয়ংক্রিয় রাইফেল পাওয়া গেছে।
এই ঘটনার পর অ্যামেরিকার বিতর্কিত অস্ত্র আইন নিয়ে আবার প্রশ্ন উঠেছে। এই আইন আরো কড়া করার দাবি অনেক আগে থেকেই উঠছে। প্রেসিডেন্ট জো বাইডেনও অস্ত্র আইনকে কড়া করতে চান। তা সত্ত্বেও তা যথেষ্ট কড়া করা যায়নি। শেরিফ লুনা ঘটনার পর অস্ত্র আইন আরো কড়া করার কথা বলেছেন। অ্যামেরিকার স্টেটগুলির মধ্যে ক্যালিফোর্নিয়ার অস্ত্র আইন অন্য রাজ্যের তুলনায় কড়া। তারপরেও এই ধরনের ঘটনা ঘটলো।

