ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় পুলিশের মাদক বিরোধী অভিযান চালাকালে ৬ কেজি ৩শ গ্রাম গাঁজা ও নয়টি টি-শাট সহ বউ-শাশুরীকে গ্রেফতার করেন শশিভূষণ থানা পুলিশ।
রবিবার(২২ জানুয়ারী) সন্ধ্যায় শশীভূষণ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি জিল্লুর রহমানের সার্বিক তত্বাবধানে এ এস আই মনিরুজ্জামান, এ এস আই আবুল কালাম, এ এস আই সৈকত ও এস আই সোলাইমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড করিমপুর রত্তন মিস্তির বাড়িতে অভিযান চালিয়ে মো. রত্তনের স্ত্রী মিনার বেগম (৫৮) ও ছেলে দুলাল হোসেন (দুলুর) স্ত্রী তামান্না আক্তার (২২) কে তার নিজ বাসা থেকে ৬ কেজি ৩শ গ্রাম গাঁজা, ও নয়টি টি-শার্ট সহ গ্রেফতার করা হয়। এখবর নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী তিনি জানান, গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে মামলা প্রস্তুতি চলছে সকালে আদালতে সোর্পদ করা হবে।

