
স্টাফ রিপোর্টারঃ
“পাশে আছি সবসময়” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শেরপুর জেলা পুলিশের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন ডেফলাই বেদেপল্লীর ৪০টি পরিবারের মাঝে ২টি করে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে পুলিশ সব সময় আপনাদের পাশে আছে উল্লেখ করে বেদেপল্লীর বাসিন্দাদের মাদক, জুয়া, ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও স্বচ্ছভাবে জীবনযাপন করার আহ্বান জানান।
জনাব মনিরুল আলম ভূইয়ার, অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা, শেরপুর এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), শেরপুর সহ স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.