
স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় রাস্তার উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন হলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি আজ বিকেল চারটায়
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন কাউলীবেড়া ইউনিয়নের পল্লী বেড়া গ্রামের দুইটি রাস্তা এইচবিবি করন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস বসু, কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম দুদু মিয়াসহ উপজেলা আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মী বৃন্দ ।
ফলক উন্মোচন শেষে সংসদ সদস্য এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা চলছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.