
স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে ব্যতিক্রমী “স্বাস্থ্যসেবা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন করা হয়। মঙ্গলবার সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএমএ’র সভাপতি ডাঃ আবু মোঃ খয়রুল কবীর।
ঠাকুরগাঁওয়ে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা বিএমএ’র সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবীর, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডাঃশিহাব মাহম্মুদ শাহরিয়ার সুজন, কমিটির সদস্য ডাঃ শেখ মাসুদ, ডাঃ মামুন ইবনে আশরাফী, ডাঃ আবু বক্কর সিদ্দিক, ডাঃ অনুপম ঝা অপু, ডাঃ মোঃ হাবি-ই-রসুল(লিটন), ডাঃ শাহ আজমীর রাসেল, ডাঃ রোকনুল হক, ডাঃ জাহিন মিঠু, সিনিয়র ফুটবলার জাহাঙ্গীর হোসেন, নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের মাহেল প্রমুখ।
উদ্বোধনী খেলায় “নিরাপদ ডায়াগনষ্টিক সেন্টার” তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করে “ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতাল, নিউজ আপডেট ডায়াগনষ্টিক সেন্টার” টিমের সাথে। খেলা গোলশুন্য ড্র হয়। প্রথম রাউন্ডের খেলা লীগ পদ্ধতিতে পরিচালিত হবে। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামিম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন দুলাল হোসেন ও সোহরাব আলী।
উল্লেখ্য, টুর্নামেন্টে ৪টি গ্রুপে মোট ১৪টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো উদ্বোধনীর ২টিম, সুশী ক্লিনিক, সেবা হাসপাতাল, ডে-নাইট নার্সিং হোম, একতা সংঘ, দেশ এক্স-রে এন্ড ক্লিনিক, রেইনবো হাসপাতাল, ফেয়ার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার, সেভেন ডে নার্সিং হোম, মাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, এলিজা,লাইফ এইড,হোম কেয়ার,একতা ক্লিনিক,সিটি ক্লিনিক টিম ও স্টার ডায়গনস্টিক সেন্টার। সকাল ৯টা ও দুপুর ২টা হিসেবে প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে লীগ সিস্টেম ও দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী ২টি করে মোট ৮টি টিম অংশগ্রহন করবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.