সম্পাদক
নিউজ ডেস্কঃ
দীর্ঘদিন ধরেই সম্পত্তির অধিকার নিয়ে পুত্রবধূ ও শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এবার সেটি আইনি লড়াইয়ে রূপ নিলো। বলছি বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির পাবিবারিক কলহের কথা। তার স্ত্রী আলিয়ার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেতার মা মেহেরুন্নিসা সিদ্দিকি।
জানা গেছে, আলিয়ার নামে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ (অনুপ্রবেশ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৪ (গালিগালাজ করা) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা রুজু করা হয়েছে। শাশুড়ির অভিযোগের প্রেক্ষিতে আলিয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন মুম্বাইয়ের ভারসোভা শাখার পুলিশ।
এদিকে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিলিপি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘আশ্চর্যজনক ঘটনা! স্বামীর বিরুদ্ধে আমার দায়ের করা ফৌজদারী মামলা, যেখানে সব অভিযোগ সত্য ছিল, তাকে পুলিশ পাত্তা দিল না। কিন্তু আমি নিজের স্বামীর বাড়িতে প্রবেশ করলাম, আর কয়েক ঘণ্টার মধ্যেই আমার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়ে গেল! আমি কি কোনোদিন সুবিচার পাব না?’
প্রসঙ্গত, আলিয়া নওয়াজউদ্দিন সিদ্দিকির দ্বিতীয় স্ত্রী। ২০২০ সালে অভিনেতার কাছে বিবাহবিচ্ছেদ চাইলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। বর্তমানে দুই সন্তান নিয়ে সুখে সংসার করছেন তারা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

