
স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হাসিবুল হাসান লাভলুর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে নয়টায় ফরিদপুর শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম হাসিবুল হাসান লাভলুর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং এরপর দলীয় কার্যালয়ের থেকে আলীপুর কবরস্থান পর্যন্ত শোক র্যালির নিয়ে কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচি শেষ হয়।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল আলম মাসুদ, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা আহসান, শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী মাসুদ, শহর আওয়ামী লীগের সভাপতি মনিরুল হাসান মিঠু সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক বলিষ্ঠ এ সাধারণ সম্পাদক মরহুম হাসিবুল হাসান লাভলুর ১৩ তম মৃত্যুবার্ষিকীতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সহ তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন । বিকেলে বাদ মাগরিব আলিপুরের শেখ রাসেল স্মৃতি স্কয়ারে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.