
বিনোদন ডেস্কঃ
ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। পর্দার বাইরেও এই জুটি বেশ চর্চিত। বিশেষ করে, তাদের প্রেমের গুঞ্জনে নাটকপাড়ার বাতাস ভারী। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি পোস্ট সেই গুঞ্জনে ঘি ঢালে!
গত রোববার (২২ জানুয়ারি) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘বিবাহের হলফনামা’ প্রকাশ করেছেন শামীম হাসান সরকার। অহনাকে ট্যাগ করে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
শামীম হাসান সরকারের সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তবে কেউ কেউ সেটিকে ‘নাটকের গল্প’ বলেও মন্তব্য করেছেন, তাদের ধারণাই ঠিক। বাস্তবে নয়, এটি নাটকের ‘বিবাহের হলফনামা’।
আসছে ভালোবাসা দিবসে রিফাত আদনান পাপনের পরিচালনায় ‘কোটি টাকার কাবিন’ নামের একটি নাটকে জুটি বেঁধেছেন শামীম-অহনা।
ফেসবুকের সেই পোস্ট প্রসঙ্গে শামীম হাসান সরকার জানিয়েছেন, ‘মজা করেই ফেসবুকে ছবিটি (বিবাহের হলফনামা) পোস্ট করা হয়েছে। বাস্তবে এমনটি হওয়ার সুযোগ নেই। অহনা আমার খুব ভালো সহকর্মী ও বন্ধু, এর বেশি কিছু না।’
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.