
বিনোদন ডেস্কঃ
আত্মহত্যা করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুধীর ভার্মা। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৩। সোমবার (২৩ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।
ওই দিনই সুধীরের পরিবার তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই ভালো চরিত্রে কাজ পাওয়ার জন্য ব্যাপক স্ট্র্যাগল করছিলেন ‘সেকেন্ড হ্যান্ড’ খ্যাত এই অভিনেতা। কিন্তু ভালো কাজ না পাওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সুধীরের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়তেই তাকে স্মরণ করেন তার সহঅভিনেতা সুধাকর। তিনি অভিনেতার একটি ছবি শেয়ার করে লেখেন, সুধীর অনেক ভালো মানুষ ছিলেন। আপনার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার। আর কখনও আপনার সঙ্গে কাজ করার সুযোগ হবে না। আপনি আর আমাদের মাঝে নেই, একথা কোনোভাবেই বিশ্বাসই করতে পারছি না।
সুধীরের মৃত্যুতে শোকাহত অভিনেতার পরিবার, বন্ধু-বান্ধবসহ পুরো দক্ষিণী ইন্ডাস্ট্রির সবাই। তিনি নিকু নাকু ড্যাশ ড্যাশ, সেকেন্ড হ্যান্ডের মতো ছবিতে কাজ করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.