
বিনোদন ডেস্কঃ
ভারতের জনপ্রিয় সাবেক ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী। মাঠের রাজাকে এবার দেখা যাবে পর্দায়। তারই প্রস্তুতি চলছে জোরালোভাবে। জানা গেছে, নিজের বায়োপিকের স্ক্রিপ্ট নাকি নিজেই লিখছেন এই ক্রিকেট তারকা। তবে বায়োপিকে সৌরভের চরিত্রে কে থাকবেন সেটা এখনও জানা যায়নি।
ক্রিকেটের দুনিয়ায় একসময় ব্যাট-বলে মাঠ কাঁপিয়েও খ্যান্ত ছিলেন না তিনি। শোবিজেও প্রশংসা কুঁড়িয়েছেন এই ক্রিকেটার। ভারতীয় চ্যানেল জি-বাংলার নিয়মিত অনুষ্ঠান ‘দাদা গিরি’তে সঞ্চালনার করে বিনোদনেও অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা।
বর্তমানে সৌরভ তার বায়োপিকের কাজের জন্যই মুম্বাইতে অবস্থান করছেন। সেখানে বসেই এই ছবির স্ক্রিপ্ট লেখার দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানান, এখন বায়োপিকের প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আপাতত হাতে বেশ কয়েকটি কাজ নিয়ে মুম্বাইতে আছি। বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে। আমি নিজেই আমার বায়োপিকের স্ক্রিপ্ট লিখছি। আর লাভ প্রোডাকশন হাউসের সঙ্গে চিত্রনাট্য আলোচনা হবে নিয়ে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই এর কাজ চলছে। তবে বায়োপিকটি নির্মাণের তেমন অগ্রগতি হয়নি এখনও। মূলত আমার ও প্রোডাকশন হাউসের টাইট শিডিউলের কারণে কাজটি ধীরগতিতে এগোচ্ছিল। তবে এবার খুব দ্রুত কাজ হবে।
এর আগে সৌরভের পক্ষ থেকে বায়োপিকের ঘোষণা করতে একটি টুইট করা হয়েছিল। সেখানে লিখেছিলেন, ক্রিকেট আমার জীবন। আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, এগিয়ে যাওয়ার তীক্ষ্ণ ক্ষমতা দিয়েছে। এই যাত্রার স্বাদ ভীষণ আনন্দের। সেই যাত্রা নিয়ে ছবি করবে লাভ প্রোডাকশন হাউস। বড় স্ক্রিনে দেখানো হবে আমার জীবন।
সবকিছু ঠিক থাকলে হয়তো ২০২৪ সালে প্রেক্ষাগৃহে দেখা যাবে জনপ্রিয় এই ক্রিকেটারের বায়োপিক।
খবর : হিন্দুস্তান টাইমস
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.