
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত ভাসমান অর্ধগলিত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) বিকালে স্থানীয় লোকজন দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে বিকেল সাড়ে ৫ টার দিকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে নৌ পুলিশের ধারণা, অর্ধগলিত যুবক মুসলিম, তাকে দশ-বারো দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে পদ্মার কোলের পানিতে লাশ ফেলে পালিয়ে যায়। যেখান থেকে লাশটি ভাসতে ভাসতে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকার কোলে বুধবার বিকেলে পাওয়া যায়।
দৌলতদিয়া ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার যুবকের লাশটির কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.