
স্টাফ রিপোর্টারঃ
আজ ভারতের ৭৪,তম, মহান সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল ভারতবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে যে সমস্ত অমর শহীদ দেশ ও জাতীর জন্য প্রান দিয়েছেন তাদের পরিবারের পাশে থাকার আহবান জানান। ভারতের জনগোষ্ঠীর মধ্যে সকলের সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং দেশ ও জাতিকে আরো সুরক্ষিত রাখতে হবে। দেশের মানুষের অর্থ সামাজিক যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করতে সকলকেই এগিয়ে আসতে হবে। দেশ ও জাতি গঠন তাদের খাদ্য ও শিক্ষা এবং সামাজিক যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি করতে হবে। দেশের উন্নয়ন মানে সকলের জন্য উন্নয়ন করা এটি মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশ ও প্রতিবেশী দেশের সাথে সকল সময় ভালো সম্পর্ক স্থাপন করে চলতে চায়। কিন্তু দেশের নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে তিনি সবধরনের সহায়তা প্রদান করবেন বলে জানান। আজকের এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে উপস্তিত ছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল আল সিসি সহ অন্যান্য দেশের রাস্ট্রের দূত এবং দেশের সামরিক বাহিনীর প্রধান। এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ ও ভারতের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ। ভারতের ৭৪,সাধারণতন্র, দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুম্মু ও ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী সহ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব। আজ ভারতের বিভিন্ন যায়গায় ৭৪,তম, মহান সাধারণতন্ত্র দিবস পালন করা হয়েছে।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.