ওমর ফারুক
স্টাপ রিপোর্টারঃ
লালমনিরহাট সদর উপজেলার ৯নং পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৫ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সমন্বয় কমিটির সদস্য মোঃ মিনারুজ্জামান বসুনিয়া পেয়ারার আয়োজনে দেউতিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সমন্বয় কমিটির সদস্য মোঃ নূর উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সমন্বয় কমিটির সদস্য মোঃ নুরনবী মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এম.পি। প্রধান বক্তা হিসেবে ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. মোঃ নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন দুলু, হাবিবুর রহমান খোরশেদ, পেয়ারুল, মাইদুল, রাশিদুল প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক মোঃ মহিউল ইসলাম, লালমনিরহাট মটর শ্রমিক পার্টির আহবায়ক মোঃ আছির উদ্দিন, জাতীয় মহিলা পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মোছাঃ শামীমা নাসরিন সীমু, সদস্য সচিব মোছাঃ কাজী রুকসানা আক্তার, বিভূতি ভূষণ রায় বসুনিয়া বিভূসহ জাতীয় পার্টির অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

