
স্টাফ রিপোর্টারঃ
এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সুত্রপাত ঘটে কুড়িগ্রামের উলিপুর থানাধীন হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে।
জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
০৫ ছেলে সন্তান থাকার পরেও ৭৫ বছর বয়সী বৃদ্ধ মা পচন্ড শীতে রাস্তায় পড়ে থাকেতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা "৯৯৯" ফোন দেয়। পরবর্তীতে ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে উলিপুর থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে। বৃদ্ধা মাকে উদ্ধার করে উলিপুর থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার সন্তানদের ডেকে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে পুলিশ। এখন থেকে বৃদ্ধা মহিলা তার মেয়ের জিম্মায় থাকবে এবং ছেলে সন্তানেরা তার মায়ের ভরনপোষণের অর্থ প্রদান করবে মর্মে পুলিশের কাছে অঙ্গীকারবদ্ধ হন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.