সম্পাদক
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তৃনমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা দেখা দিয়েছে।
২৭শে জানুয়ারী (শুক্রবার) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেলের সঞ্চালনায় ইউনিয়ন ও ওয়ার্ড় পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বর্ধিত সভায় সকলের সিদ্ধান্তক্রমে তিনটি সাংগঠনিক টিম গঠন করা হয়,সাংগঠনিক টিম তাদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড সমূহে সাংগঠনিক কাযর্কমে পরিচালনা করবেন বলেও জানা যায়। আগামী ১০শে ফেব্রুয়ারী ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের পূণাঙ্গ কমিটির নতুন অভিষেক অনুষ্ঠান হবে। সে সাথে ওয়ার্ড ভিত্তিক বর্ধিত সভার আয়োজন করার সিদ্বান্তের কথা জানান সাধারন সম্পাদক।

