
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরহীর নাম কেফায়েত উল্লাহ (২৬)।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের লেদু মিয়ার ছেলে নিহত কেফায়েত উল্লাহ।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার সময় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্হানীয় সুএ থেকে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার সময় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মালবাহী একটি ট্রাক কেফায়েত উল্লাহর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় কেফায়েত উল্লাহ ট্রাকের চাকার নীচে পড়ে গেলে মাথা, মুখ সহ দেহের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কেফায়েত উল্লাহকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ দাস জানান, 'সড়ক দুর্ঘটনায় কেফায়েত উল্লাহ নামে নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের এক যুবক নিহত হয়েছে। সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।'
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.