
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর মির্জাগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বুধ ও বৃহস্পতিবার (২৫-২৬ জানুয়ারি) পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা (৩য় খন্ড) গ্রামের নুর ইসলাম মুন্সির ছেলে রাজু মুন্সি (৪২) ও একই ইউনিয়নের চৈতা গ্রামের আরব আলী সিকদারের ছেলে বজলুর রহমান (৬০)। এদের মধ্যে রাজু মুন্সি ২০১৩ সালে ঢাকার রামপুর থানায় দায়েরকৃত দৈনিক ইত্তেফাক এর ফটো সাংবাদিক আফতাব হোসেন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। যার মামলা নং- ৩৩(১২)১৩। অপর আসামি বজলুর রহমান ২০২০ সালে বরিশাল কোর্টে দায়েরকৃত অর্থ আত্মসাতের মামলায় ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামি। যার মামলা নং- সিআর-১২১/২০। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, 'মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজুকে গত বুধবার (২৫ জানুয়ারী) পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিট অভিযান চালিয়ে দিনাজপুর থেকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেন এবং ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামি বজলুর রহমানকে গতকাল (২৬ জানুয়ারী) রাতে ঢাকার দক্ষিণখান থেকে মির্জাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে'।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.