
নিউজ ডেস্ক :
শুক্রবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদা জিয়ার শাসন ফেরত আনা। তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাধা আসলে গণমাধ্যম।
পোস্টে তিনি লিখেন, সম্প্রতি বিএনপির শীর্ষ দুর্নীতিবাজ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবির কর্মকর্তা। তার সূত্র ধরে সংবাদ প্রচার করেছে একটি টেলিভিশন। সেই সংবাদে বলা হয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ও ২৭ দফার প্রথম দিকেই বলেছে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার কথা। এতেই চটেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। কারণ তাদের পলাতক নেতার পক্ষে কথা না বলায় ওই রিপোর্ট শুদ্ধ হয়নি। এভাবেই দলের ভেতর ও বাইরে বাকস্বাধীনতার চর্চা করে বিএনপি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.