
স্টাফ রিপোর্টারঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই টাকায় স্কুল এর শিশুদের নিয়ে ২৭ জানুয়ারী রোজ শুক্রবার দুই টাকায় পিঠা উৎসব অনুষ্ঠানের মতো একটি ব্যতাক্রমী আয়োজন করা হয়।
এই সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুল এর প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী বলেন, শিশুদের কে আনন্দ বিনোদনের মাধ্যমেই স্কুল মুখী করতে হবে। আর তাই আমরা বিভিন্ন সময়ে এই শিশুদের বিনোদনের জন্য নাচ গান, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতকালীন পিঠা উৎসবের মতো বিভিন্ন রকমের আয়োজন করে থাকি। এই সময় তিনি আরও বলেন দেশের সকল বৃত্তশালীরা যদি একজনে একটি পথশিশুর দায়িত্ব নিতে পারে তাহলে খুব সহজেই দেশ থেকে পথশিশুর সংখ্যা কমে আসবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, পরিচালক সামসুন নাহার সামু, সদস্য মোঃ মোখছেদুল হক, রুপা চক্রবর্তী, পারভীন আক্তার,সুকলা চক্রবর্তী, মোঃ মিজান প্রমূখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.