
নিউজ ডেস্ক :
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক সভায় আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন ‘কসম করে বলতে পারি বিএনপি নেতা হারুন অর রশিদ স্বেচ্ছায় সংসদ থেকে পদত্যাগ করেননি’।
আব্দুর রহমান বলেন, সংসদে ৯৯ শতাংশ কথাই মিথ্যা বলেছেন হারুন। নিজেকে শক্তিশালী পুরুষ বোঝাতে তিনি সংসদে অনেক কথাই বলেছেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, তারেক জিয়া লন্ডনে বসে বিএনপির সংসদ সদস্যদের বলেছেন পদত্যাগ করলে এ সরকার থাকবে না। তাই তারা সংসদ থেকে পদত্যাগ করেছেন।
সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, মোহাম্মদ আলী আরাফাত, আব্দুল ওদুদসহ অনেকেই।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.