সম্পাদক

নিউজ ডেস্কঃ

নিত্যপ্রয়োজনীয় কসমেটিকস পণ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশের ভেলা কসমেসিউটিক্যালস। তারই ধারাবাহিকতায় এবার কোরিয়ান কোম্পানি ‘এটমি’র মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে ভেলা কসমেসিউটিক‍্যালস।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্ট এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে বিশ্বখ‍্যাত কোরিয়ান ব্র্যান্ড এটমির পণ্য বিক্রি করবে বাংলাদেশের ভেলা কসমেসিউটিক‍্যালস।

ভেলা কসমেসিউটিক‍্যালস পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া এবং এটমির পক্ষে কোম্পানির কোরিয়ান রিপ্রেজেন্টেটিভ কিম বক ও ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ গৌরব রাওয়াত এই চুক্তিতে সাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা, পূজা চেরি, উপস্থাপ দেবাশীষ বিশ্বাস, বারিশা, কোরিয়গ্রাফার বুলবুল টুম্পাসহ অনেক তারকা।